হয়রানী ও মিথ্যা মামলার প্রতিবাদে পটুয়াখালীতে রেজিস্ট্রার্ড হোমিও চিকিৎসকদের মানববন্ধন

হয়রানী ও মিথ্যা মামলার প্রতিবাদে পটুয়াখালীতে রেজিস্ট্রার্ড হোমিও  চিকিৎসকদের মানববন্ধন
রিপন দাস,পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালী রেজিষ্ট্রার্ড হোমিও পেথিক চিকিৎসকদের হয়রানী এবং মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা সাড়ে ১২টায় পটুয়াখালী প্রেসক্লাবের সামনে বাংলাদেশ হোমিও চিকিৎসক এসোসিয়েশন পটুয়াখালী জেলা শাখার উদ্যোগে এই কর্মসূচী অনুষ্ঠিত হয়। এই মনববন্ধনে জেলার বিভিন্ন উপজেলার শতাধিক হোমিও প্যাথিক চিকিৎসক অংশগ্রহন করেন। মানববন্ধনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পটুয়াখালী হোমিও প্যাথিক কলেজের অধ্যক্ষ বজলুর রহমান, হোমিও প্যাথিক চিকিৎসক এসোসিয়েশনের সভাপতি সুনিতী সুধা দাস, সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরেদৌস কাজল, যুগ্ম সাধারন সম্পাদক নূরুজ্জামান, বাউফল উপজেলা শাখার সভাপতি জসিম উদ্দিনসহ বিভিন্ন উপজেলার হোমিও প্যাথিক চিকিৎসক। বক্তারা জেলার বাউফল উপজেলায় ১২ জন রেজিস্ট্রার্ড হোমিও প্যাথিক চিকিৎসকদের বিরুদ্ধে, নন রেজিস্ট্রার্ড হাতুড়ে গ্রাম্য ডাক্তারের অপচিকিৎসার অভিযোগ মামলায় জড়িত করার প্রতিবাদ করে ১২ জন রেজিস্ট্রার্ড হোমিও প্যাথিক চিকিৎসকদের বিরুদ্ধে আনীত মামলা প্রত্যাহার করার জোরদাবী জানান।